Hot Posts

6/recent/ticker-posts

ঢাবিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা: সাত সদস্যের তদন্ত কমিটি

 

এক পর্যায়ে ওই যুবককে হলের ডাইনিংয়ে ভাতও খাওয়ানো হয়, পরে আবার মারধর করা হয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চোর সন্দেহে ‘গণপিটুনি’তে তোফাজ্জল নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীরকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে সন্ধ্যা ৬টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ মো. মাসুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন– হলটির আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান, অধ্যাপক ড. শেখ জহির রায়হান, মো. মাহাবুব আলম, ড. আছিব আহমেদ, সহকারী আবাসিক শিক্ষক ড. এম এম তৌহিদল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর (বিজ্ঞান অনুষদ) কে এম নূর আলম সিদ্দিকী।


বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চোর সন্দেহে ওই যুবককে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। পরে সে গণপিটুনির শিকার হয়। এরপর রাত ১২টার দিকে কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ