Hot Posts

6/recent/ticker-posts

শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে ধোঁয়াশার জাল....


 দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ব এডিটেড কোন পদত্যাগ পত্র প্রকাশ, একটি দৈন্যতা মাত্র।


কেন এই পদত্যাগপত্র #ভুয়া?


➡️তারা ভুলে এখনও মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেই মুজিব বর্ষ ২০২১ সালে শেষ!

➡️লক্ষ্য করুন ভুয়া এই পদত্যাগ পত্রটি অত্যন্ত অস্পষ্ট

➡️পদত্যাগ পত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিলো।  

➡️শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য।

➡️৫ই আগষ্ট ছিলো ২১ শ্রাবণ, পদত্যাগ পত্রে দেওয়া ২০ শ্রাবণ!  


দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না । শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। 

 

এইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন।  


✅✅যদি শেখ হাসিনা পদত্যাগ পত্র দিয়েই থাকেন #গুজব/ফেক কিছু না পাবলিশ করে, রিয়েল/সত্য/অথেনটিক কিছু পাবলিশ করুন। ইন্টার্নেটের এই যুগে মানুষ সব বুঝে, সব #ভুয়া কিছু মুহূর্তে যেমন ছড়ায়, সত্যও খুব দ্রুত বের হয়ে আসে।   


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ