এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালকের এই সিন্ডিকেটটি বিগত সরকারের প্রধানমন্ত্রীর পুত্রের সঙ্গে সখ্য গড়ে তুলে এতসব অপরাধ করেও তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। উল্টো এখনও ক্ষমতার দাপট দেখাচ্ছে। এটিকে বিস্ময়কর বলব নাকি আমাদের নিয়তি বলব বুঝতে পারছি না।’
পরিস্থিতি জটিল পর্যায়ে পৌঁছলে নিরাপত্তা চেয়ে গত ৫ সেপ্টেম্বর রাজধানীর বনানী থানায় জিডি করেছেন নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার। এ বিষয়ে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমার কাজে বাধা দেওয়া হচ্ছিল, তাই জিডি করেছি। আপাতত এর বেশি বলতে চাচ্ছি না।’ কী ধরনের বাধা দেওয়া হচ্ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে ফোন করে বলা হয়েছে, এভাবে করবেন না, ওভাবে করবেন না ইত্যাদি।…এর বেশি বলতে চাই না। আসলে জিডির বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না।’ আপনি কি এখনও ভয় পাচ্ছেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘আর কিছুই বলব না।’
স্বৈরাচারের অপশক্তিরা এইভাবেই নানা জায়গায় মাথা চারা দিয়ে উঠার চেষ্টা করছে এবং যারা সংস্কার করার চেষ্টা করছে তাদের বাধা আর হুমকি দিচ্ছে!
0 মন্তব্যসমূহ