ফ্যাসিবাদের দোসররা এখনো বিচারবিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আইনজীবী মো. আসাদুজ্জামান। শনিবার সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, বিচারবিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে। দুর্নীতি বিচারবিভাগের অন্যতম চ্যালেঞ্জ।
এই দুর্নীতি বুদ্ধিবৃত্তিকও হতে পারে।
অ্যাটর্নি জেনারেল বলেন, বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ডায়নামাইট থেকেও ধ্বংসাত্মক, ক্যান্সারের থেকেও মরণঘাতি। সুতরাং শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সব জায়গার থেকে দুর্নীতি নির্মূল করতে হবে।
তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে কেউ বিচারবহির্ভূত হত্যার স্বীকার হয়নি
যার কৃতিত্ব আইন উপদষ্টা ড. আসিফ নজরুলের। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের সরকার।
0 মন্তব্যসমূহ